সভাপতির বানী

তথ্য ও যোগাযোগ এবং প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর গ্রামে অবস্থিত মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয়টি বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পথ ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। অত্র প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বেসরকারি অফিসসহ সকলের কাছে দ্রুত পৌঁছে দে’য়াই আমাদের অন্যতম মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই প্রতিষ্ঠানটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনে সচেষ্ট এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম শিক্ষার প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । সর্বশেষে ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কলা-কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ।